Ads

আজ আকাশে দেখা যাবে ‘সবুজ চাঁদ’, আবার দেখা যাবে ৪২০ বছর পর !

আজ বুধবার ২০ এপ্রিল ২০১৬ তারিখে পৃথিবীর
অধিবাসীরা স্বাক্ষী হবে এক বিরল ঘটনার। যে ঘটনা
পৃথিবীতে ঘটেছিল অনেক অনেক বছর আগে, আজকের
মানুষজাতির পূর্বপুরুষরা স্বাক্ষী হয়েছিল সেই অদ্ভুত
ঘটনার। পূর্বের ন্যায় ২০১৬ সালের ২০ এপ্রিল
পৃথিবীর আকাশে চাঁদ উঠবে ‘সবুজ রঙে’ সেজে। জি
হ্যাঁ! ঠিকই শুনেছেন। আকাশে ‘সবুজ রঙ’ এর চাঁদ দেখা
যাবে আজ (২০ এপ্রিল)।
মহাকাশ বিজ্ঞানীদের মতে, একটা সময় পর পর
সৌরজগতের গ্রহ, গ্রহানুসহ সকল বস্তুর কক্ষপথের
এলাইনমেন্ট পরিবর্তত হয় ভবিষ্যতের জন্য। এ
প্রতিক্রিয়ার ফলে মহাকাশের পদার্থগুলোর মধ্যে
বিক্রিয়ায় মহাকাশে অদ্ভুত অদ্ভুত আচরণ লক্ষ্য
করা যায়। সেই রকমই একটি ঘটনা চাঁদের রঙ সবুজ
হয়ে যাওয়া।
তাদের মতে, এলাইনমেন্টের ঘটনাটি শুরু হবে আজ
এবং ৯০ মিনিটের জন্য চাঁদটি ও নির্গত আলোর রঙ
সবুজ দেখা যাবে।
মহাকাশ বিজ্ঞানীরা এ ঘটনার নাম দিয়েছেন ‘গ্রীণ মুন
ইন্সিডেন্ট’।
উল্লেখ্য, ৪২০ বছর পর পর এ ঘটনার পুনরাবৃত্তি
হয়। সুতরাং, পাঠকবৃন্দ প্রকৃতির এ অদ্ভুত
বৈশিষ্ট্যের স্বাক্ষী হওয়ার ক্ষেত্রে ভূল করবেন না।
মিস হয়ে গেলে আরও ৪২০ বছর লাগবে আপনার
দেখতে, যদি আপনি কোনভাবে বেঁচে থাকেন।
প্রসঙ্গ, বলা হচ্ছে এ দিন ইউরেনাস গ্রহ চাঁদের
অনেকটা কাছাকাছি অবস্থান করবে। বরফ আচ্ছাদিত
এই গ্রহটির বায়ুমণ্ডলে নীল-সবুজ মিথেন গ্যাসের
বলয় রয়েছে। এর প্রভাবেই চাঁদ সবুজ রঙে দেখা যাবে।
আজ ২০ এপ্রিল সবুজ রঙের চাঁদ দেখা যাবার এই
খবর বর্তমানে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবং
অনলাইনে অনেক ব্যবহারকারী তাদের পোস্টে এ
দাবী করে সবুজ চাঁদ দেখার আমন্ত্রণ জানাচ্ছেন
অন্যদের।
কিন্তু আজ ২০ এপ্রিল সবুজ রঙের চাঁদ কী
আসলেই দেখা যাবে আকাশে? এ প্রশ্নের উত্তরে,
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা
জানিয়েছেন, পুরোটাই ভিত্তিহীন গুজব!
এমনকি নাসা এটাও জানিয়েছে বলেছে, সবুজ রঙের
চাঁদের যে ছবি সোশ্যাল সাইটগুলোতে ছড়ানো
হয়েছে, সেটিও ভুয়া। অ্যাপোলো ১১ মহাকাশ
যানের তোলা পূর্নিমা চাঁদের ছবিটিতে রাঙিয়ে তা
শেয়ার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thanks for comments,
I'll reply as soon as possible

Blogger দ্বারা পরিচালিত.