Ads

West Bengal গ্রুপ-ডি পরীক্ষার answer key


প্রশ্ন ১ : অয়েল অফ ভিট্রিয়লের রাসায়নিক ফর্মুলা কী ?
উত্তর : সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। ফর্মুলা H2SO4

প্রশ্ন ২ : স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন ? 
উত্তর : ১৮৯৭

প্রশ্ন ৩ : ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং কী ?
উত্তর : কালো

প্রশ্ন ৪ : ইউট্রিফিকেশন কী ?
উত্তর : জলদূষণ 

প্রশ্ন ৫ : ক্রিয়ান্বয়ি কারকম - কার কথা ?
উত্তর : পাণিনি 

প্রশ্ন ৬ : ক্রিয়ার ভাব কয় প্রকার ?
উত্তর : চারপ্রকার 

প্রশ্ন ৭ : লাভ করিবার ইচ্ছাকে এককথায় কী বলে ?
উত্তর :  লিপ্সা

প্রশ্ন ৮ : গবেষণার সন্ধি কী ?
উত্তর :  গো+এষণা

প্রশ্ন ৯ : চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটির রচয়িতা কে ?
উত্তর :  রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন ১০ : কোন প্রণালী তাসমানিয়াকে অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করেছে ?  
উত্তর : ব্যাস প্রণালী    

প্রশ্ন ১১ : নীলদর্পণ নাটকটি কার লেখা ?  
উত্তর : দীনবন্ধু মিত্র

প্রশ্ন ১২ : ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা হয় ?
উত্তর : ১৮২৮ খ্রীষ্টাব্দে

প্রশ্ন ১৩ : বর্ণপরিচয় কে লেখেন ?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  

প্রশ্ন ১৪ : জার্মেনিয়াম কী ধরনের ?

উত্তর : অর্ধপরিবাহী   

প্রশ্ন ১৫ : বৃষ্টিচ্ছায় অঞ্চল কোথায় দেখা যায় ?
উত্তর : পর্বতের অনুবাত ঢালে 

প্রশ্ন ১৬ : মরিচিকার কারণ কী ?
উত্তর : আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন 

প্রশ্ন ১৭ : যুদ্ধে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন ?

উত্তর : বাবর

প্রশ্ন ১৮ : দা প্রিন্স - বইয়ের রচয়িতা কে ? 
উত্তর :  নিকোলো মেকিয়াভেলি

প্রশ্ন ১৯ : কোশের মস্তিষ্ক কাকে বলে ?
উত্তর : নিউক্লিয়াস 

প্রশ্ন ২০ : আরণ্যক উপন্যাসের রচয়িতা কে ?
উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


কোন মন্তব্য নেই

Thanks for comments,
I'll reply as soon as possible

Blogger দ্বারা পরিচালিত.