Ads

বড় ক্ষয়ক্ষতির খবর নেই, কোথাও কোথাও ফাটল

এখনও পর্যন্ত বড় ক্ষয়ক্ষতি, প্রাণহানির
কোনও খবর পাওয়া যায়নি। কলকাতায় ১০ মিনিট
মেট্রো চলাচল বন্ধ ছিল। বেশ কিছু বিল্ডিং-এ
ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে বহু মানুষ নীচে
নেমে আসেন, বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার,
দুই দিনাজপুর, মালদা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, দুই
২৪ পরগণা, কলকাতায় কম্পন অনুভূত হয়েছে।
এ রাজ্য ছাড়াও বিহার, হরিয়াণা, দিল্লি, উত্তর-
প্রদেশ অসম, অরুণাচল প্রদেশ সহ দেশের
উত্তর পূর্বের রাজ্যগুলিতে কম্পন অনুভূত
হয়েছে। বাংলাদেশ, মায়ানমারেও অনুভূত হয়েছে
কম্পন। এ দিন সন্ধে ৭টা ১৫ নাগাদ ভূমিকম্প
হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯।
ভূমিকম্পের উত্পত্তিস্থ ভারত-মায়ানমার
সীমান্তে ভূপৃষ্ঠ থেকে ১২৩ কিলোমিটার গভীরে
বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thanks for comments,
I'll reply as soon as possible

Blogger দ্বারা পরিচালিত.