Ads

মাধ্যমিক পরীক্ষা ভালো দেওয়ার জন্য ৭টি কার্যকারি পদ্ধতি

          ভালো পড়লেই যে ভালো নম্বর পাওয়া যাবে সেটা কোনো কথা নয়, পাশাপাশি পরীক্ষা ভালো দেওয়ার জন্য কিছু পদ্ধতি মাথায় রাখতে হবে।
জেনে নেব সেই সাতটি পদ্ধতি .......

১. পরীক্ষার আগে রাত জেগে পড়া ঠিক নয়।
২. চাপমুক্ত মনে পরীক্ষা দাও। পরীক্ষা ভালো হবে।
৩. পরীক্ষা হলে প্রশ্নপত্র ভালোভাবে পড়ো। তখনই উত্তর বেছে ফেলে দাগ দিয়ে রাখো।
৪. বাক্যসীমা এবং শব্দ সংখ্যা ঠিক করে দেখো। মনে মনে উত্তরটা সাজিয়ে নিয়ে লিখতে শুরু করো।
৫. রিভিসনের জন্য সময় রাখতেই হবে। অঙ্কের ক্ষেত্রে প্রায় আধঘণ্টা থাকলে ভালো।
৬. প্রশ্নপত্রে দাগ নম্বরের সঙ্গে উত্তর পত্রের দাগ নম্বর মিলিয়ে নেওয়া দরকার। এমন গোলমাল হলে শুধু শুধু নম্বর কমবে।
৭. ABTA -এর টেস্ট পেপার অনুশীলন করো সময় ধরে।

কোন মন্তব্য নেই

Thanks for comments,
I'll reply as soon as possible

Blogger দ্বারা পরিচালিত.